বাংলাদেশ-শ্রীলঙ্কা ম্যাচের টিকিট ১ ঘণ্টায় শেষ | প্রীতি ম্যাচের উৎসব নীলফামারীতে
বাংলাদেশ-শ্রীলঙ্কা ম্যাচের টিকিট ১ ঘণ্টায় শেষ | প্রীতি ম্যাচের উৎসব নীলফামারীতে | ঢাকার ফুটবলে এখন আর দর্শক নেই বললেই চলে। কিন্তু ঢাকার বাইরে ফুটবল মানেই টইটম্বুর গ্যালারি। আর যদি হয় আন্তর্জাতিক ম্যাচ, তাহলে তো কথাই নেই। বাংলাদেশ-শ্রীলঙ্কা আন্তর্জাতিক প্রীতি ম্যাচে নীলফামারী শেখ কামাল স্টেডিয়ামের গ্যালারিও লোকারণ্য হয়ে উঠবে, সেটা নিশ্চিত জানা যাচ্ছে ২ দিন আগেই। গতকাল বাজারে ছাড়ার এক ঘণ্টার মধ্যে সব টিকিট বিক্রি হয়ে গেছে! ম্যাচটি খেলার জন্য আজ দুপুরেই রংপুরে পৌঁছানোর কথা শ্রীলঙ্কা দলের। আর আগামীকাল রংপুর পৌঁছাবে বাংলাদেশ দল। সেখানকার হোটেলে অবস্থান করে নীলফামারীতে গিয়ে ম্যাচ খেলবে তাঁরা। সাফ ফুটবল চ্যাম্পিয়নশিপের প্রস্তুতি হিসেবে ম্যাচটি খেলছে উভয় দল।
Video Info
- Category: বাংলাদেশ-শ্রীলঙ্কা ম্যাচ
- Posted on: August 27, 2018, 2:54 pm
- Tags: বাংলাদেশ, শ্রীলঙ্কা, ম্যাচ
- Source: youtube.com