Foto

৭২ বছরে বিয়ে করবেন, নিজেই জানালেন সালমান


একের পর এক প্রেমের সম্পর্ক। সেই সঙ্গীতা বিজলানি থেকে সোমি আলি। ঐশ্বরিয়া রায় থেকে ক্যাটরিনা ৷ তবে একটাও প্রেম শেষ পর্যন্ত টিকল না। কিন্তু একের পর নায়িকার সঙ্গে নাম জড়িয়ে সব সময়ই খবরের শিরোনামে ছিলেন সালমান খান।


আর এই শিরোনামে বরাবরই আলোচনা, কবে বিয়ে করতে চলেছেন তিনি। তবে এবার আর গুঞ্জন নয়, বরং নিজের বিয়ের কথা নিজেই জানিয়ে দিলেন তিনি। কপিল শর্মার নতুন শোতে এসে সালমান স্পষ্ট জানালেন, ৭২ বছর বয়সে বিয়ে করবেন তিনি। এমনকী, পাত্রীও নাকি  ঠিক করে ফেলেছেন সালমান।

Facebook Comments

" বিনোদন " ক্যাটাগরীতে আরো সংবাদ