Foto

হ্যান্ডকাপসহ পলাতক যুবক গুলিবিদ্ধ অবস্থায় গ্রেফতার


সিরাজগঞ্জে সওজ অফিসের পেছন থেকে হ্যান্ডকাপসহ পলাতক ফয়সাল আহম্মেদকে (২৭) গুলিবিদ্ধ অবস্থায় গ্রেফতার করেছে পুলিশ। বুধবার রাত সাড়ে ১১ টার দিকে গুলিবিদ্ধ অবস্থায় তাকে গ্রেফতারের পর সিরাজগঞ্জ আড়াই’শ শয্যা বিশিষ্ট বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।


গ্রেফতার ফয়সাল পৌর এলাকার দিয়ারধানগড়া মহল্লার ঈদগা মাঠ সংলগ্ন আব্দুর রাজ্জাকের ছেলে। পুলিশের দাবি তিনি ছিনতাইয়কারী।

সদর থানার উপ-পরিদর্শক আনিসুর রহমান জানান, ফয়সালসহ সংঘবদ্ধ একটি চক্র সন্ধার পর পরই সওজ অফিসের পাশে গলিতে অবস্থান নিয়ে প্রায়ই ছিনতাই করতো। বুধবার রাতে ফয়সালসহ তার সহযোগীরা ছিনতাইয়ের চেষ্টাকালে পুলিশ সেখানে অভিযান চালায়। পরে রাত পৌনে ১১টার দিকে পুলিশ ফয়সালকে আটক করে থানায় আনার পথে পুলিশকে মারপিট করে হ্যান্ডকাপসহ সে পালিয়ে যাবার চেষ্টা করে। এ সময় পুলিশ তাকে লক্ষ্য করে গুলি ছোড়ে। পরে এক ঘণ্টা খোঁজাখুঁজির পর সওজ অফিসের পেছনে খালের পাশ থেকে বাঁ পায়ে গুলিবিদ্ধ অবস্থায় উদ্ধার করে হাসপাতালে ভর্তি করে পুলিশ।

সদর থানার ওসি মোহাম্মদ দাউদ বলেন, ফয়সালের বিরুদ্ধে সদর থানায় ছিনতাইয়ের একাধিক অভিযোগ রয়েছে।

Facebook Comments

" জাতীয় খবর " ক্যাটাগরীতে আরো সংবাদ