Foto

সিয়ামের সঙ্গে মিস বাংলাদেশ ঐশী


ঢাকাই ছবির নায়ক সিয়ামের সঙ্গে জুটি হলেন মিস বাংলাদেশ জান্নাতুল ফেরদৌস ঐশী। তবে কোন সিনেমা বা নাটকে নয়। তাদের একসঙ্গে দেখা যাবে একটি মিউজিক ভিডিওতে। কণ্ঠশিল্পী বাঁধন সরকার পূজার নতুন গানের মিউজিক ভিডিওতে মডেল হয়েছেন তারা।


মিউজিক ভিডিওতে সিয়াম পুরোনো হলেও ঐশীর এবারই প্রথম। মিস ওয়ার্ল্ড প্রতিযোগিতা থেকে ফেরার পর এবারই প্রথম ক্যামেরার সামনে দাঁড়াবেন তিনি।

গানের শিরোনাম দোতরা। লিখেছেন শ্রাবণ সাব্বির, সুর করেছেন বিবেক। সংগীতায়োজন করেছেন যৌথভাবে বিবেক ও জুয়েল মোরশেদ।

ভিডিওটি নির্মাণ করবেন তানিন রহমান অংশু। বৃহস্পতিবার থেকে ঢাকার বিভিন্ন লোকেশনে মিউজিক ভিডিওর দৃশ্যধারণের কাজ শুরু হবে।

Facebook Comments

" সিনেমা জগৎ " ক্যাটাগরীতে আরো সংবাদ