Foto

সংসদের আশপাশে ঘুরলে ক্ষমা নেই


বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বরচন্দ্র রায় বলেছেন, দল থেকে মনোনয়ন পেয়ে যারা সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন, তারা জাতীয় সংসদের আশপাশ দিয়েও হাঁটবেন না। এর আশপাশ দিয়ে হাঁটলে বাংলাদেশের ১৬ কোটি মানুষ তাদের ক্ষমা করবে না।


রবিবার জাতীয় প্রেসক্লাবের সামনে জাতীয়তাবাদী মৎস্যজীবী দলের উদ্যোগে কারাবন্দি বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার মুক্তির দাবিতে মানববন্ধনে তিনি এ কথা বলেন। সংগঠনের আহ্বায়ক রফিকুল ইসলাম মাহতাবের সভাপতিত্বে এবং সংগঠনের যুগ্ম আহ্বায়ক সেলিম মিয়ার পরিচালনায় এতে আরও বক্তব্য দেন বিএনপির ভাইস চেয়ারম্যান আবদুল আউয়াল মিন্টু, বরকতউল্লাহ বুলু, মৎস্যজীবী দলের সদস্য সচিব আবদুর রহিম, যুগ্ম আহ্বায়ক নাদিম চৌধুরী, জাকির হোসেন খান, ফারুক পাটোয়ারী, এনডিপির সভাপতি আবু তাহের প্রমুখ। মানববন্ধনে নেতাকর্মীদের উদ্দেশে গয়েশ্বর বলেন, নেত্রী জেলে থাকবেন এবং আমরা সংসদে গিয়ে মজা নেব আর শেখ হাসিনাকে সন্তুষ্ট করব- এমন ব্যক্তি বিএনপিতে আছে কিনা আমার জানা নেই। যদি থাকে যথাসময়ে যথাযথ উত্তর তাদের জন্য অপেক্ষা করছে, ঘরে-বাইরে-রাস্তায় সব জায়গায়।

Facebook Comments

" রাজনীতি " ক্যাটাগরীতে আরো সংবাদ