Foto

লা লিগায় সবচেয়ে বেশি জয়ের রেকর্ড গড়েন আর্জেন্টাইন সুপারস্টার মেসি


লেভান্তের মাঠে ৫-০ গোলের উড়ন্ত জয়ে গত মৌসুমের মধুর প্রতিশোধ নিল বার্সেলোনা। দুর্দান্ত হ্যাটট্রিক ও বাকি দুই গোলে অ্যাসিস্ট করে পুরো আলোটা নিজের করে নেন লিওনেল মেসি। এর মধ্য দিয়ে বার্সার জার্সিতে লা লিগায় সবচেয়ে বেশি জয়ের (৩২৩) রেকর্ড গড়েন আর্জেন্টাইন সুপারস্টার।


ছাড়িয়ে যান জাভি হার্নান্দেজকে। গত মৌসুমে বার্সার অপরাজিত চ্যাম্পিয়ন হওয়ার স্বপ্নভঙ্গ হয় লেভান্তের মাঠেই। লীগে নিজেদের ৩৭তম ম্যাচে ৫-৪ গোলে হেরেছিল কাতালানরা। সে ম্যাচে বিশ্রামে ছিলেন মেসি। এবার মেসির পায়ের জাদুতেই নিজ মাঠে বিধ্বস্ত হলো লেভান্তে।
সেভিয়া ও অ্যাটলেটিকো মাদ্রিদের সঙ্গে ৩ পয়েন্ট লিড ডিফেন্ডিং চ্যাম্পিয়ন বার্সার। ১৬ ম্যাচে ১০ জয়, ৪ ড্র ও ২ হারে বার্সার সংগ্রহ ৩৪ পয়েন্ট। দ্বিতীয় ও তৃতীয় স্থানে থাকা সেভিয়া ও অ্যাটলেটিকোর পয়েন্ট সমান ৩১। ২৯ পয়েন্ট নিয়ে চতুর্থ স্থানে রিয়াল মাদ্রিদ।

Facebook Comments

" ফুটবল সংবাদ " ক্যাটাগরীতে আরো সংবাদ