Foto

লাক্স তারকার বিবাহবিচ্ছেদ


তিন বছরের মাথায় ভেঙে গেল লাক্স-চ্যানেল আই সুপারস্টার ইশরাত জাহান চৈতির সংসার। সম্প্রতি বিচ্ছেদ হয়ে গেছে এই মডেল ও অভিনেত্রীর সংসার। আজ বুধবার বিকেলে সংসারজীবনের ইতি টানার বিষয়টি প্রথম আলোকে নিশ্চিত করেন চৈতি।


২০০৮ সালের লাক্স-চ্যানেল আই সুপারস্টার ইশরাত জাহান চৈতি। এরপর থেকে নাটক ও বিজ্ঞাপনে নিয়মিত কাজ করেন তিনি। ব্যবসায়ী শাওন রায়ের সঙ্গে ২০১৫ সালের ৮ অক্টোবর দুই পরিবারের সদস্যদের উপস্থিতিতে বিয়ে হয়েছিল চৈতির। সংসারজীবনের দুই বছর পার হওয়ার পর নিজেদের মধ্যে কিছু সমস্যা দেখা দেয় বলে জানান এই অভিনয়শিল্পী ও মডেল। চৈতি বলেন, ‘তিন বছর আগে ভালোবেসে শাওনকে বিয়ে করি। শুরুর দিকে আমাদের সংসারজীবন বেশ ভালোই চলছিল। কিন্তু কিছুদিন পর থেকে নানা বিষয়ে আমাদের মধ্যে মতপার্থক্য দেখা দেয়। একটা সময় এ নিয়ে নিজেদের মধ্যে দ্বন্দ্ব তৈরি হয়। দুই পরিবারের পক্ষ থেকে অনেকবার তা সমাধানের চেষ্টা করা হয়েছে। কিন্তু লাভ হয়নি। সবশেষে, নিজের সিদ্ধান্ত ও পরিবারের পরামর্শে সংসার জীবনের ইতি টানলাম।’

সমস্যা কী, অভিনয়ে বাধা দেওয়ার মতো কিছু কি না? এমন প্রশ্নে চৈতি বলেন, ‘না না, এ রকম কোনো কিছু না। আমার অভিনয় করা নিয়ে কোনো সমস্যা তৈরি হয়নি। সমস্যাটা একেবারেই ব্যক্তিগত। আমি ওটা বলতে চাইছি না। এটুকু বলব, অনেক চেষ্টা করেছি, কিন্তু শেষ পর্যন্ত সম্ভব হয়নি। তাই পারস্পরিক শ্রদ্ধা বজায় রেখে ইতি টানতে বাধ্য হই।’

চৈতি জানান, এখন থেকে তিনি অভিনয় নিয়ে আরেও বেশি মনোযোগী হতে চান।

Facebook Comments

" বিনোদন " ক্যাটাগরীতে আরো সংবাদ