Foto

যুক্তরাষ্ট্রে ক্রেন ধসে ৪ জনের প্রাণহানি


যুক্তরাষ্ট্রের উত্তরপশ্চিমাঞ্চলীয় সিয়াটল নগরীতে শনিবার বিকেলে ক্রেন ধসে ৪ জন নিহত হয়েছে। এতে আহত হয়েছে আরো চার জন। খবর বার্তা সংস্থা এএফপি’র।


দেশটির দমকল বিভাগ এক বিবৃতিতে জানায়, একটি ভবনের ছাদ থেকে ক্রেনটি ধসে নিচে ছয়টি গাড়ির উপরে পড়ে।দক্ষিণাঞ্চলীয় লেক ইউনিয়ন উপকূলের কাছে এ ঘটনা ঘটেছে।

দমকল বিভাগ জানায়, এই দুর্ঘটনায় তিন পুরুষ ও এক নারী প্রাণ হারিয়েছে। এদের দুইজন ক্রেনের অপারেটর ও অন্য দুই জন ভিন্ন দুটি গাড়িতে ছিল। এই দুর্ঘটনায় আহত চার জনের মধ্যে তিন জনকে হাসপাতালে পাঠানো হয়েছে। এদের একজন ২৭ বছর বয়সী পুরুষ, ২৫ বছর বয়সী এক নারী ও চার মাস বয়সী এক মেয়েশিশু।
আহতদের অবস্থা আশঙ্কাজনক নয় বলে জানা গেছে। ক্রেনটি গুগলের একটি নতুন ক্যাম্পাসের ভবন নির্মান কাজে ব্যবহার করা হচ্ছিল।

 

Facebook Comments

" যুক্তরাষ্ট্র " ক্যাটাগরীতে আরো সংবাদ