Foto

যাত্রা শুরু করল নতুন আইএসপি 'মাইম'


সারাদেশে ইন্টারনেট সুবিধা দেয়ার লক্ষ্য ‘মাইম’ নামে নতুন একটি ইন্টারনেট সেবাদাতা প্রতিষ্ঠান (আইএসপি) যাত্রা শুরু করেছে। বৃহস্পতিবার রাজধানীর গুলশানে স্পেকট্রা কনভেনশন সেন্টারে আয়োজিত এক অনুষ্ঠানে এ সেবার ঘোষণা দেয়া হয়।


মাইম (MIME) এর ট্যাগলাইন হচ্ছে এক্সপ্রেস ইওরসেলফ বা নিজেকে প্রকাশ করুন। এটি শিল্পগোষ্ঠী কনফিডেন্সের গ্রুপের একটি অঙ্গপ্রতিষ্ঠান।

মাইম মূলত ইন্টারনেট সেবা দেয়ার পাশাপাশি ডিজিটাল পণ্য ও সেবা হিসেবে অডিও, ভিডিও সেবা, গান ছাড়াও অন্যান্য সেবা দেবে।

ব্যক্তিগত পর্যায়ে সেবা দিতে কাজ করবে প্রতিষ্ঠানটি। অনুষ্ঠানে এর উদ্যোক্তারা বলেন, তথ্যপ্রযুক্তির অগ্রগতির সঙ্গে ব্রডব্যান্ডের চাহিদা বাড়ছে।

বাজার বড় হচ্ছে এবং তাতে প্রতিযোগিতা বাড়ছে। গ্রাহকচাহিদার বিষয়টি মাথায় রেখে মাইম যুগোপযোগী, নির্ভরযোগ্য ইন্টারনেট সেবা, ডেটাসেবা ও ইন্টারনেট অব থিংস বা আইওটি পণ্য নিয়ে কাজ করবে।

অনুষ্ঠানে কনফিডেন্স গ্রুপের চেয়ারম্যান রেজাউল করিম, ভাইস চেয়ারম্যান ইমরান করিম, মাইমমের ব্যবস্থাপনা পরিচালক খালিদ ইসলাম প্রমুখ উপস্থিত ছিলেন।

Facebook Comments

" আইটি তথ্য " ক্যাটাগরীতে আরো সংবাদ