Foto

মন্ত্রী হিসেবে দায় এড়াতে পারি না : ওবায়দুল কাদের


সাম্প্রতিক সময়ে সড়কে দুর্ঘটনা বৃদ্ধি পাওয়া নিয়ে সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেন, মন্ত্রী হিসেবে আমি দায় এড়াতে পারি না। ছোট ছোট যানবাহনের কারণে দুর্ঘটনা বেড়েছে।


মঙ্গলবার সচিবালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ একথা বলেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী।

এসময় তিনি আরও বলেন, আগামী সপ্তাহে সড়ক নিরাপত্তা কাউন্সিলের সভা আহ্বান করছি। সভায় বিশেষজ্ঞদের নিয়ে একটি কমিটি গঠন করা হবে। এ সময় সড়ক নিরাপত্তায় সবার সহযোগিতা চান মন্ত্রী।

Facebook Comments

" জাতীয় খবর " ক্যাটাগরীতে আরো সংবাদ