Foto

প্রধানমন্ত্রী আজ বুধবার গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় যাচ্ছেন


প্রধানমন্ত্রী শেখ হাসিনা আজ বুধবার গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় যাচ্ছেন। চতুর্থবারের মতো প্রধানমন্ত্রী ও একাদশতম জাতীয় সংসদ নির্বাচনের পর নতুন মন্ত্রিসভা গঠন শেষে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে শ্রদ্ধা জানাতে টুঙ্গিপাড়ায় যাবেন তিনি।


প্রধানমন্ত্রীর দৈনিক কর্মসূচিতে জানানো হয়, আজ বেলা ১১টায় শেখ হাসিনা হেলিকপ্টারে করে গোপালগঞ্জের টুঙ্গিপাড়ার উদ্দেশে যাত্রা করবেন। বেলা ১২টায় জাতির পিতা বঙ্গবন্ধুর সমাধিতে পুস্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা নিবেদন করবেন।

পরে বঙ্গবন্ধুর রুহের মাগফেরাত কামনা করে ফাতেহা পাঠ ও বিশেষ মোনাজাতে অংশ নিবেন। এ সময় সশস্ত্র বাহিনীর একটি চৌকস দল গার্ড অব অনার দেবেন।

Facebook Comments

" জাতীয় খবর " ক্যাটাগরীতে আরো সংবাদ