Foto

পূর্বাঞ্চলের ট্রেনে যুক্ত হচ্ছে ২০০ বগি


নতুন রূপে সাজছে রেলওয়ে পূর্বাঞ্চল। মেয়াদোত্তীর্ণ বগি বাদ দিয়ে তার স্থলে যুক্ত হচ্ছে অত্যাধুনিক ২০০টি নতুন বগি। এতে ট্রেনে যাত্রীসেবার মান কয়েকগুণ বাড়বে বলে প্রত্যাশা করছে রেল কর্তৃপক্ষ। বগিগুলোতে থাকবে বায়ো-টয়লেট ও প্রতিবন্ধীদের বসার জন্য বিশেষ চেয়ার।


রেলওয়ে পূর্বাঞ্চলের জিএম সৈয়দ ফারুক আহমেদ সমকালকে বলেন, রেলওয়ে আধুনিকীকরণের অংশ হিসেবে নতুন করে ২৫০টি অত্যাধুনিক বগি আনা হচ্ছে। এর মধ্যে ২০০টি পূর্বাঞ্চলের জন্য বরাদ্দ থাকছে। এরই মধ্যে বেশকিছু বগি এসে পৌঁছেছে। নতুন এসব বগি যুক্ত হলে রেল যোগাযোগ আরও গতিশীল হবে।

রেলওয়ে পূর্বাঞ্চল সূত্রে জানা যায়, নতুন আমদানি করা হচ্ছে ২০০টি মিটারগেজ ও ৫০টি ব্রডগেজ বগি। যেহেতু পূর্বাঞ্চলের পুরোটাই মিটারগেজ, ফলে নতুন ২০০টি মিটারগেজ বগিই যুক্ত হবে এ অঞ্চলে। আর পশ্চিমাঞ্চলে যুক্ত করা হবে ৫০টি ব্রডগেজ বগি। নতুন এসব বগি আনতে খরচ হচ্ছে ৭৯৩ কোটি টাকা। এর মধ্যে ২০০টি মিটারগেজের জন্য ৫৮০ কোটি টাকা এবং ৫০টি ব্রডগেজের জন্য ২১৩ কোটি টাকা লাগছে।

ইন্দোনেশিয়ার রাষ্ট্রীয় মালিকানাধীন ট্রেন প্রস্তুতকারী প্রতিষ্ঠান পিটি ইন্ডাস্ট্রি কেরেতা এপি (ইনকা) বগিগুলো প্রস্তুত করছে। এরই মধ্যে নতুন বগির একটি চালান দেশে এসে পৌঁছেছে। এই

চালানে ১৫টি ব্রডগেজ বগি এসেছে। ১৮টি ব্রডগেজ বগির আরেকটি চালান শিগগিরই বুঝে পাওয়ার কথা। এরপর ব্রডগেজ বগির আরও একটি চালান আসবে। আর মিটারগেজ বগির চালান আসা শুরু হবে মে মাস থেকে। প্রথম চালানে ২২টি মিটারগেজ বগি আসার কথা রয়েছে। পরের মাসে আসার কথা রয়েছে আরও ২২টি। এভাবে মোট নয় ধাপে সব বগি আসবে।

রেলওয়ে কর্মকর্তারা জানান, আমদানিকৃত নতুন বগিগুলো আগের তুলনায় অনেক বেশি মানসম্মত। বগিগুলোতে থাকবে বায়ো-টয়লেট, যা বিমানের টয়লেটের মতোই। ফলে রেললাইনে মলমূল পড়বে না। ফলে পুরনো বগিগুলোতে যে ধরনের দুর্গন্ধ থাকে, নতুন বগিতে তা থাকবে না। প্রতিটি বগিতে জায়ান্ট স্ট্ক্রিন থাকবে। ট্রেন কোথায় থামবে, কখন থামবে, তা সেই স্ট্ক্রিনে জানানো হবে। এ ছাড়া এসব বগিতে প্রতিবন্ধীদের জন্য থাকবে বিশেষ চেয়ারের ব্যবস্থা।

বর্তমানে যেসব বগি আছে সেগুলোর মেয়াদ ৩৫ বছর। তবে নতুন বগিগুলোর মেয়াদ হবে আরও ১০ বছর বেশি- ৪৫ বছর। এ প্রসঙ্গে ডিসিও আনসার আলী বলেন, রেলের সেবা আগের চেয়ে অনেক ভালো হয়েছে। তাই রেলের প্রতি মানুষের আস্থাও বেড়েছে। নতুন বগি ও ট্রেন যুক্ত হলে রেলের সেবা আরও গতিশীল হবে।

Facebook Comments

" জাতীয় খবর " ক্যাটাগরীতে আরো সংবাদ