Foto

পরিচয় মিলল যুক্তরাষ্ট্রে ইহুদি উপাসনালয়ে হামলাকারীর


যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ার সান ডিয়েগো শহরের ইহুদিদের উপাসনালয় সিনাগগে হামলাকারী যুবকের পরিচয় মিলেছে বলে খবরে বলা হয়েছে। জানা যায়, ওই হামলাকারী যুবকের নাম জন আর্নেস্ত। ক্যালিফোর্নিয়া স্টেট ইউনিভার্সিটি স্যান ম্যাক্রসের শিক্ষার্থী তিনি।খবর সিএনএনের।


ওই ইউনিভার্সিটির সভাপতি কারেন এস. হায়নেস বিষয়টি নিশ্চিত করেছেন।

বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ও স্টাফদের উদ্দেশে এক চিঠিতে তিনি বলেন, "আর্নেস্ত সর্ম্পকে বিস্তারিত জানতে স্থানীয় পুলিশ বিভাগ সান দিয়েগো কাউন্টি শেরিফ ডিপার্টমেন্টের সঙ্গে কাজ করছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।"

তিনি আরও লিখেন, হামলাটি ছিল ইহুদিবিদ্বেষ ও ঘৃণা থেকে।

শনিবার সান ডিয়েগোর পাওয়েতে এ হামলার ঘটনা ঘটে। শহরটির মেয়র এ হামলাকে "হেট ক্রাইম" হিসেবে উল্লেখ করেছেন।

শহরটির পুলিশ প্রধান ডেভিন নিসলিত জানান, ওই সিনাগগে পাসওভার অনুষ্ঠান চলাকালে এক বন্দুকধারী অতর্কিতে হামলা চালায়।

হামলায় ১ জন নিহত ও আরো ৩ জন আহত হন।

এছাড়াও প্রেসিডেন্ট ট্রাম্প এ হামলায় হতাহতের পরিবারের প্রতি গভীর শোক প্রকাশ করেছেন।

 

Facebook Comments

" যুক্তরাষ্ট্র " ক্যাটাগরীতে আরো সংবাদ