Foto

নিউজিল্যান্ডে মসজিদে গুলিতে নিহতের সংখ্যা বেড়ে ৪৯


নিউজিল্যান্ডের ক্রাইস্টচার্চে দুই মসজিদে হামলায় নিহতের সংখ্যা বেড়ে ৪৯ জনে দাঁড়িয়েছে। স্থানীয় সময় শুক্রবার বেলা দেড়টার দিকে (বাংলাদেশ সময় সকাল আটটা নাগাদ) আল নূর নামের মসজিদে হামলা হয়। আল নূর ছাড়াও হামলা হয়েছে ক্রাইস্টচার্চের আরেকটি মসজিদেও। এতে সব মিলিয়ে ৪৯ জন নিহত হয়েছেন বলে বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে।


এই হামলার মধ্যে পড়ে অল্পের জন্য রক্ষা পেয়েছেন সেখানে থাকা বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের কয়েকজন খেলোয়াড়। বাংলাদেশ ক্রিকেট দল ওই সময় মসজিদে গিয়েছিল এবং ঠিক যখন হামলার ঘটনাটি ঘটে তারা মসজিদের ভেতর প্রবেশ করতে যাচ্ছিল।

ক্রিকেটাররা সবাই নিরাপদে আছেন বলে বিসিবি নিশ্চিত করেছে।

নিউজিল্যান্ডের পুলিশ কমিশনার মাইক বুশ জানিয়েছেন, হামলায় ৪৯ জন মারা গেছে এবং ২০ জনেরও বেশি গুরুতর আহত হয়েছেন।

নিহতদের মধ্যে অন্তত ২ জন বাংলাদেশি নাগরিক বলে নিশ্চিত করেছে নিউজিল্যান্ডের বাংলাদেশ দূতাবাসের একজন কর্মকর্তা।

নিউজিল্যান্ডের প্রধানমন্ত্রী জাসিন্ডা আর্ডেন বলেছেন, এই ঘটনা তার দেশের ইতিহাসের ’অন্ধকারতম অধ্যায়গুলোর একটি।

এ ঘটনায় এখন পর্যন্ত চারজনকে আটক করেছে পুলিশ। পরবর্তী ঘোষণা আসা না পর্যন্ত ওই এলাকার সব মসজিদ বন্ধ রাখার নির্দেশ দিয়েছে কর্তৃপক্ষ।

 

Facebook Comments

" বিশ্ব সংবাদ " ক্যাটাগরীতে আরো সংবাদ