Foto

দৌড়ে পালালেন বর


সপ্তম শ্রেণির ছাত্রীর বিয়ের আয়োজন চলছে। ছাত্রীর বয়স ১২ বছর। বাল্যবিবাহ বন্ধে সেখানে যান সদর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী হাকিম মো. আনিসুর রহমান। আর তাঁকে দেখেই দৌড়ে পালান বর হানজালা ইসলাম (২৫)।


গতকাল সোমবার রাতে সিরাজগঞ্জ সদর উপজেলার বাগবাটি ইউনিয়নের ঘুড়কা বেলতলা এলাকায় এ ঘটনা ঘটে। যিনি বিয়ে করতে এসেছিলেন, তাঁর বাড়ি রায়গঞ্জ উপজেলার ঘুড়কা ইউনিয়নের ঘুড়কা বেলতলা এলাকায়। বাবার নাম জমাদুল ইসলাম।

নির্বাহী হাকিম মো. আনিসুর রহমান বলেন, গোপন তথ্যের ভিত্তিতে বাল্যবিবাহ ঠেকানোর জন্য তিনি এসেছিলেন। বাল্যবিবাহ বন্ধ করে দেন ভ্রাম্যমাণ আদালত। এ সময় কনের বাবাকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়। এ ছাড়া কনের বাবার কাছ থেকে মেয়ের বয়স ১৮ বছর না হওয়া পর্যন্ত বিয়ে দেবেন না বলে মুচলেকা নেওয়া হয়।

ঘটনাস্থলে উপস্থিত ছিলেন পৌর ভূমি সহকারী কর্মকর্তা মো. নজরুল ইসলাম ও আনসার ব্যাটালিয়নের সদস্যরা।

 

Facebook Comments

" আইন ও বিচার " ক্যাটাগরীতে আরো সংবাদ