Foto

দেশের বাজারে নতুন ল্যাপটপে বিশেষ উপহার


দেশের বাজারে নতুন ল্যাপটপে বিশেষ উপহার ঘোষণা করেছে আইলাইফ। জেড বুক ল্যাপটপ কিনলে স্ক্র্যাচ কার্ডে সোনার চেনসহ বিভিন্ন উপহার দিচ্ছে প্রতিষ্ঠানটি। আইলাইফের এক বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ৩১ মার্চ পর্যন্ত তাদের এ কর্মসূচি চালু থাকবে। ইতিমধ্যে একজন গ্রাহক স্ক্র্যাচ কার্ড ঘষে উপহার পেয়েছেন।


সম্প্রতি দেশের বাজারে আসা ১০ দশমিক ১ ইঞ্চি মাপের জেড বুক ডিভাইসটির আইপিএস ডিসপ্লের সঙ্গে যুক্ত কিবোর্ড খুলে তা ট্যাব হিসেবেও ব্যবহার করা যায়। এতে আছে ইনটেল কোয়াড কোর প্রসেসর। বিল্ট ইন উইন্ডোজ ১০ অপারেটিং সিস্টেমের এ ল্যাপটপে ই-মেইল চেকিং, ইন্টারনেট ব্রাউজিংসহ প্রয়োজনীয় কাজ করা যায়। জেডবুক ল্যাপটপটির দাম ১৫ হাজার ৯৯০ টাকা। এতে এক বছরের ওয়ারেন্টি রয়েছে। 

Facebook Comments

" প্রযুক্তি " ক্যাটাগরীতে আরো সংবাদ