Foto

দীপিকার এত চাহিদা!


রণবীর সিংয়ের সঙ্গে বিয়ের পর বেশ কয়েকটি সিনেমার কাজে ব্যস্ত হয়ে পড়েছেন বলিউড সুন্দরী দীপিকা পাডুকোন। শুধু বাস্তবে নয়, এবার পর্দায়ও রণবীর সিংয়ের স্ত্রী হবেন দীপিকা পাড়ুকন। ছবির নাম 'এইটি থ্রি'। আর এ ছবিতে দীপিকার চাহিদার কথা শুনলে অনেকেরই চোখ কপালে উঠবে।


ডেকান ক্রনিকেল জানায়, কপিল দেবের হাত ধরে ১৯৮৩ সালে প্রথমবারের মতো বিশ্বকাপ জেতে ভারত। ১৯৮৩ সালে প্রথমবারের মতো বিশ্বকাপ জয়ের গল্প বড় পর্দায় ফুটিয়ে তোলার জন্যই এই আয়োজন।

এ ছবিতে কপিল দেবের চরিত্রে অভিনয় করবেন রণবীর সিং। আর তার স্ত্রীর চরিত্রে দেখা যাবে দীপিকাকে। তিনি রোমি ভাটিয়ার ভূমিকায় থাকবেন। আর এজন্য এ ছবিতে কাজের জন্য তিনি নিয়েছেন ১৪ কোটি রুপি!

পদ্মাবত চলচ্চিত্র ও বিয়ের পর এবারই প্রথম দীপবীরকে বড় পর্দায় দেখবেন দর্শকেরা। এই ছবি ভারতীয় চলচ্চিত্র ইতিহাসে সবচেয়ে বড় ক্রিকেট নির্ভর ছবিগুলোর একটি হতে যাচ্ছে। আর এই জুটি সেই ছবির একটা অংশ হওয়ায় সবাই যারপরনাই খুশি। তামিল, তেলেগু ও হিন্দি—এই তিন ভাষায় ২০২০ সালের ১০ এপ্রিল মুক্তি পাবে ছবিটি।

Facebook Comments

" বিনোদন " ক্যাটাগরীতে আরো সংবাদ