Foto

টর্নেডো কেড়ে নিল ১৪ জনের প্রাণ


যুক্তরাষ্ট্রের দক্ষিণাঞ্চলীয় অঙ্গরাজ্য আলাবামায় গতকাল রোববার টর্নেডোর আঘাতে ১৪ ব্যক্তি নিহত হয়েছেন। টর্নেডোয় ওই অঙ্গরাজ্যে বেশ ক্ষয়ক্ষতি হয়েছে।


লি কাউন্টির পুলিশের কর্মকর্তা জে জোনস ফেসবুকে পোস্ট করা এক ভিডিওতে বলেছেন, ’এই মুহূর্তে ১৪ জন নিহত হওয়ার নিশ্চিত তথ্য আমাদের কাছে আছে।’

টর্নেডোয় বহু লোক আহত হয়। তাদের হাসপাতালে ভর্তি করা হয়েছে। আহত ব্যক্তিদের মধ্যে কয়েকজনের আঘাত গুরুতর।

টর্নেডোর ঘটনায় কেউ নিখোঁজ কি না, এ ব্যাপারে খোঁজ নেওয়া হচ্ছে।

টর্নেডোয় নিহত ব্যক্তির সংখ্যা বাড়তে পারে বলে আশঙ্কা করছে কর্তৃপক্ষ।

Facebook Comments

" বিশ্ব সংবাদ " ক্যাটাগরীতে আরো সংবাদ