Foto

ছেড়ে দিলেন একটি আসন


প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবার একটি আসনে নির্বাচন করবেন। নিজের একটি আসন তিনি ছেড়ে দিয়েছেন। তাঁর ছেড়ে দেওয়া আসনে ভোটে লড়বেন জাতীয় সংসদের স্পিকার শিরীন শারমিন চৌধুরী।


গতকাল বৃহস্পতিবার রাতেই এ ব্যাপারে সিদ্ধান্ত নেওয়া হয়। আজ শুক্রবার সকালে আওয়ামী লীগের একটি তালিকায় দেখা যায়, রংপুর-৬ আসনে শেখ হাসিনার বদলে সেখানে প্রার্থী হচ্ছেন শিরীন শারমিন।

প্রধানমন্ত্রী এবার দুটি আসনে ভোট করার সিদ্ধান্ত নেন। এ দুটি আসন হলো গোপালগঞ্জ-৩, রংপুর-৬। এ দুটি আসনে মনোনয়নপত্র জমাও দেন তিনি। এর মধ্যে রংপুর-৬ আসনে আওয়ামী লীগের প্রার্থী হিসেবে শিরীন শারমিনও মনোনয়নপত্র জমা দেন।

এর ফলে এবারই প্রথমবারের মতো একটি আসনে ভোট করছেন শেখ হাসিনা। ১৯৯১ সাল থেকে সব সংসদ নির্বাচনেই প্রধানমন্ত্রী শেখ হাসিনা একাধিক আসনে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করেছেন।

আজ আওয়ামী লীগের তালিকায় দেখা গেছে, রংপুর-৬ আসনে দলটির প্রার্থী হিসেবে নাম রয়েছে শিরীন শারমিনের।

আওয়ামী লীগ সূত্র বলছে, প্রধানমন্ত্রী এবার একটি আসনে (গোপালগঞ্জ-৩) নির্বাচন করবেন।

রংপুর-৬ আসনটি ছাড়াও দুজন করে প্রার্থী মনোনয়ন দেওয়া হয়েছে—এমন আরাও ১৬টি আসনে একক প্রার্থী চূড়ান্ত করেছে আওয়ামী লীগ। এই ১৬টি আসনে যাঁরা চূড়ান্তভাবে আওয়ামী লীগের প্রার্থী হচ্ছেন তাঁরা হলেন—নওগাঁ-৫ আসনে নিজাম উদ্দিন জলিল, নাটোর-১ শহীদুল ইসলাম, নড়াইল–১ বি এম কবিরুল হক, বরগুনা-১ ধীরেন্দ্র দেবনাথ, পটুয়াখালী-২ আ স ম ফিরোজ, টাঙ্গাইল-২ তানভীর হাসান (ছোট মনির), জামালপুর-১ আবুল কালাম আজাদ, জামালপুর-৫ মো. মোজাফফর হোসেন, কিশোরগঞ্জ-১ সৈয়দ আশরাফুল ইসলাম, ঢাকা-৫ হাবিবুর রহমান মোল্লা, ঢাকা-৭ হাজী মো. সেলিম, ঢাকা-১৭ আকবর হোসেন পাঠান (ফারুক), চাঁদপুর-১ মহীউদ্দীন খান আলমগীর, চাঁদপুর-২ নুরুল আমিন, চাঁদপুর-৪ মুহাম্মদ শফিকুর রহমান, লক্ষ্মীপুর-৩ এ কে এম শাহজাহান কামাল।

Facebook Comments

" রাজনীতি " ক্যাটাগরীতে আরো সংবাদ