Foto

চ্যাম্পিয়ন্স লীগের সেমিফাইনাল থেকে ছিটকে গেলেন সালাহ, দেম্বেলে


চ্যাম্পিয়ন্স লীগে সেমিফাইনালের দ্বিতীয় লেগে থেকে ছিটকে গেলেন মোহাম্মদ সালাহ। শনিবার রাতে নিউক্যাসলের বিপক্ষে ম্যাচে চোট মাথায় চোট পান লিভারপুলের মিসরীয় তারকা মোহাম্মদ সালাহ। পরে পরীক্ষা নিরীক্ষার পর ক্লাবের চিকিৎসক জানিয়েছেন, কমপক্ষে ৬ দিনের জন্য মাঠের বাইরে থাকতে হবে সালাহকে।


তাতে মিসরের এই ফুটবল যুবরাজকে চ্যাম্পিয়ন্স লীগে সেমিফাইনালে বার্সেলোনার বিপক্ষে ম্যাচে পাচ্ছে না লিভারপুল। এবং ইংলিশ প্রিমিয়ার লীগের নিজেদের শেষ ম্যাচেও উলভারহ্যামটনের বিপক্ষে খেলতে পারবে না সালাহ।
এদিকে ইনজুরির কারণে চ্যাম্পিয়ন্স লীগের সেমিফাইনালের ম্যাচ থেকে ছিটকে গেছেন বার্সেলোনা ফরোয়ার্ড ওসমান দেম্বেলে। স্প্যানিশ জায়ান্ট বার্সেলোনা জানিয়েছে, পরীক্ষার পর চোটের সবশেষ অবস্থা জানা গেছে। ডান উরুর পেশীতে চোট পেয়েছেন তিনি। শনিবার সেল্টা ভিগোর বিপক্ষে ম্যাচের শুরুতে চোট পান দেম্বেলে।

২০১৭ সালের বার্সায় যোগ দেয়ার পর পঞ্চমবারের মতো চোটে পরলেন দেম্বেলে।

Facebook Comments

" ক্রিকেট নিউজ " ক্যাটাগরীতে আরো সংবাদ