Foto

গ্লোবাল এশিয়ান পদক পেলেন বাংলাদেশের মেহেদী


‘গ্লোবাল এশিয়ান অব দ্য ইয়ার ২০১৮’ পদক পেয়েছেন অমিকন গ্রুপের চেয়ারম্যান ইঞ্জিনিয়ার মেহেদী হাসান। বাংলাদেশের সবচেয়ে দ্রুত বর্ধনশীল প্রকাশক হওয়ায় তাকে এই পদকে ভূষিত করা হয়েছে।


সম্প্রতি সিঙ্গাপুরের মেরিনা বেস্যান্ডস অ্যান্ড কনভেনশন সেন্টারে আয়োজিত বাণিজ্য বিষয়ক এক সম্মেলনে তার হাতে এই পদক তুলে দেন সিঙ্গাপুরের পার্লামেন্ট সদস্য প্যাট্রিক টে ট্যাক গুয়ান।

সিঙ্গাপুরভিত্তিক প্রাইস ওয়াটার হাউস কুপারস পিএল-এর গবেষণার ভিত্তিতে এই পদক প্রদান করা হয়ে থাকে। এবার এশিয়ার শতাধিক খ্যাতনামা ব্র্যান্ড ও এর কর্ণধারদের মধ্যে থেকে অমিকন গ্রুপের চেয়ারম্যানকে নির্বাচিত করা হয়।

পুরস্কার প্রদান অনুষ্ঠানে অন্যদের মধ্যে সংযুক্ত আরব আমিরাতের রাষ্ট্রদূত মোহাম্মদ ওমর আবদুল্লাহ, সিঙ্গাপুরে লাওসের রাষ্ট্রদূত খোন পেংক থাম্মভংসহ সিঙ্গাপুর, ভারত, ইন্দোনেশিয়া, বাংলাদেশ, শ্রীলংকা, থাইল্যান্ড, চীন, হংকং, মিয়ানমার ও মালয়েশিয়ার গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

Facebook Comments

" বিশ্ব অর্থনীতি " ক্যাটাগরীতে আরো সংবাদ