Foto

গোডিনকে বিদায় দিল অ্যাথলেটিকো


ঘোষণাটা আগেই দিয়েছেন, বাকি ছিল কেবল আনুষ্ঠানিক বিদায় দেওয়া। এবার সেই কাজটাও শেষ। গত রোববার সেভিয়ার বিপক্ষে ঘরের মাঠে নিজের শেষ হোম ম্যাচ খেলে ফেলেছেন দিয়েগো গোডিন। সেভিয়ার সঙ্গে ড্র করলেও প্রিয় তারকাকে বিদায় সংবর্ধনা দিতে এতটুকু দ্বিধাবোধ করেননি সমর্থকরা।


অ্যাথলেটিকো ক্যাপ্টেনের জন্য আলাদাভাবেই সেজেছেন, রঙ-বেরঙের ফেস্টুন, ব্যানার দিয়ে গোডিনকে বলেছেন গুডবাই। গোডিনও যাওয়ার বেলায় সমর্থকদের ভালোবাসার কথা স্মরণ করিয়ে দিয়েছেন। দীর্ঘ নয় বছর অ্যাথলেটিকোতে ছিলেন। জিতেছেন আটটি শিরোপা।

দু’বার অ্যাথলেটিকো পেয়েছে চ্যাম্পিয়নস লিগের ফাইনাল খেলার টিকিট। কত স্মৃতি, কত আনন্দ মিলেমিশে একাকার। তাই তো বিদায়বেলায় পাগল সমর্থকদের প্রতি গোডিনের অভিব্যক্তি, ’ভক্তদের কারণে আজ আমি অ্যাথলেটিকো মাদ্রিদের প্রেমে পড়েছি। ধন্যবাদ সবাইকে, যারা সব সময় আমার পাশে ছিল। যতদিন ছিলাম পরিবারের মধ্যেই ছিলাম। আসলে এই মুহূর্তগুলো কখনও ভোলার নয়।’

Facebook Comments

" ফুটবল সংবাদ " ক্যাটাগরীতে আরো সংবাদ