Foto

গুয়াইদোর দূতকে স্বীকৃতি দিলো ওএএস


অর্গানাইজেশন অব আমেরিকান স্টেট (ওএএস) মঙ্গলবার জানিয়েছে, ভেনিজুয়েলায় নতুন নির্বাচন না হওয়া পর্যন্ত এ আঞ্চলিক সংস্থায় তারা বিরোধী দলীয় নেতা হুয়ান গুয়াইদোর দূতকে দেশটির প্রতিনিধি হিসেবে স্বীকৃতি দিয়েছে।


উত্তপ্ত বিতর্কের পর ওএএস"র স্থায়ী পরিষদ ভোটাভুটির মাধ্যমে এই সিদ্ধান্তে উপনীত হয়। সিদ্ধান্তটির পক্ষে ১৮টি ভোট ও বিপক্ষে ৯টি ভোট পড়ে। সংস্থার ছয় সদস্য ভোট দানে বিরত থাকেন এবং একজন সদস্য অনুপস্থিত ছিলেন।

গুস্তাভো তরে হচ্ছেন ভেনিজুয়েলার নতুন প্রতিনিধি।

সিদ্ধান্তটি ভেনিজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোর বিরুদ্ধে আরেকটি বড় আঘাত।

গত ২ মাসেরও বেশি সময় ধরে ভেনিজুয়েলায় চরম রাজনৈতিক সংকট চলছে। দেশটির বিরোধী নেতা হুয়ান গুয়াইদো গত ২৩ জানুয়ারি নিজেকে দেশটির প্রেসিডেন্ট হিসেবে স্বীকৃতি দেন। এরপর সঙ্গে সঙ্গে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প গুয়াইদোকে সমর্থন জানায়। এছাড়া পরবর্তীতে অন্তত ৫০ টি দেশ গুয়াইদোকে সমর্থন জানায়।

অন্যদিকে দেশটির বর্তমান প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোর প্রতি সমর্থন দিয়ে আসছে রাশিয়া, চীন ছাড়াও আরো কয়েকটি দেশ।

 

Facebook Comments

" বিশ্ব সংবাদ " ক্যাটাগরীতে আরো সংবাদ