Foto

কোনো বল গড়ায়নি, বৃষ্টি ধুয়ে দিল প্রথম দিন


ভোর রাতে ঘুম থেকে উঠে টিভির সামনে বসা দর্শকদের বেশ ধৈর্যের পরীক্ষাই নিল ওয়েলিংটনের আবহাওয়া। স্থানীয় সময় ভোর ৬টা থেকে ঝুমতালে বৃষ্টি শুরু হয় ওয়েলিংটনে। বেসিন রিজার্ভের সবুজ গালিচা ভিজে জবজবে। খেলা মাঠে গড়াবে কি টস-ই হয়নি। প্রথম সেশন বৃষ্টির গর্ভে চলে যাওয়ার পর মাঠ পরিদর্শনে নেমেছিলেন আম্পায়াররা। তখনো গুঁড়ি গুঁড়ি বৃষ্টি হচ্ছিল। এরপর স্থানীয় সময় বেলা ৩টার দিকে মাঠ পরিদর্শনে নেমেও অবস্থার কোনো উন্নতি দেখেননি দুই আম্পায়ার পল রাইফেল ও রুচিরা পাল্লিইয়াগুরুগে। এরপর প্রথম দিনের খেলা পরিত্যক্ত ঘোষণা করেন তাঁরা।


কাল নির্ধারিত সময়ের আধঘণ্টা আগে খেলা শুরু হবে। ওয়েলিংটন টেস্টের আগে নিউজিল্যান্ডের আবহাওয়া অফিস বৃষ্টির আভাস দিয়েছিল। প্রথম সেশনের মধ্যেই মাঠে প্রচুর পানি জমে যায়। খাবারের সন্ধানে মাঠে বিচরণ করেছে সিগালরা। ওদিকে খেলা শুরুর অপেক্ষায় থাকা দর্শকেরা সময় কাটাতে নানা মজা করেছেন সামাজিক যোগাযোগমাধ্যমে। এক ভক্তের রসিকতা, টস যেহেতু হয়নি তাই বাংলাদেশ দলকে একাদশও ঘোষণা করতে হয়নি। অর্থাৎ ফিট হয়ে ওঠার জন্য অতিরিক্ত আরও একটা দিন পাচ্ছেন মুশফিকুর রহিম।

চোটের কারণে হ্যামিল্টনে সিরিজের প্রথম টেস্ট খেলেননি মুশফিক। ওয়েলিংটন টেস্টেও তাঁর খেলার সম্ভাবনা দেখেনি টিম ম্যানেজমেন্ট। হ্যামিল্টনে ইনিংস ব্যবধানে জিতে তিন ম্যাচ সিরিজে ১-০ ব্যবধানে এগিয়ে রয়েছে স্বাগতিক নিউজিল্যান্ড।

Facebook Comments

" ক্রিকেট নিউজ " ক্যাটাগরীতে আরো সংবাদ