Foto

কুয়েতে ব্যাপক বন্যা, রাজধানী অচল


এক সপ্তাহ ধরে চলা ভয়াবহ বন্যায় অচল হয়ে পড়েছে মধ্যপ্রাচ্যের দেশ কুয়েত। ভারী বর্ষণে দেখা দেওয়া এই আকস্মিক বন্যায় ইতিমধ্যে একজনের মৃত্যু হয়েছে। বন্যার পানিতে রাস্তাঘাট সব ডুবে যাওয়ায় শিক্ষাপ্রতিষ্ঠানসহ সরকারি মন্ত্রণালয়ের কার্যক্রমও বন্ধ রয়েছে। গতকাল বুধবার দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানায়, বন্যা পরিস্থিতির অবনতি হওয়ায় রাজধানী কুয়েত সিটির অনেক সড়ক বন্ধ হয়ে গেছে।


দেশটির সরকারি বার্তা সংস্থা জানিয়েছে, ভারী বর্ষণে দৃষ্টিসীমা না থাকায় দেশটির সবচেয়ে বড় সমুদ্রবন্দরের কার্যক্রম বন্ধ রয়েছে।

রাষ্ট্রীয় মালিকানাধীন কুয়েত পেট্রোলিয়ামের কার্যক্রম বন্ধ হয়ে গেছে বলে জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স। বিমান চলাচল কর্তৃপক্ষ জানিয়েছে, খারাপ আবহাওয়ার কারণে দেশের অভ্যন্তরে ও বাইরে বেশ কিছু ফ্লাইট বাতিল করা হয়েছে। কিছু কিছু ফ্লাইটের নতুন শিডিউল দেওয়া হয়েছে।
গত শুক্রবার বন্যাজনিত সংকট মোকাবিলায় ব্যর্থতার দায় স্বীকার করে পাবলিক ওয়ার্কসমন্ত্রী হুমাস আল রৌমি প্রধানমন্ত্রীর কাছে পদত্যাগপত্র পাঠিয়েছেন।

খালিজ টাইমসের এক প্রতিবেদনে বলা হয়, গড়ে ২৪ ঘণ্টায় ৩০ মিলিমিটার বৃষ্টিপাত হচ্ছে। শুষ্ক জলবায়ুর দেশ হওয়ার কারণে কুয়েতের ভারী বৃষ্টিপাত মোকাবিলার মতো প্রয়োজনীয় অবকাঠামো নেই। অপ্রত্যাশিত আবহাওয়ার কারণে তাই ভেঙে পড়েছে প্রশাসনিক কার্যক্রম। অনেক মন্ত্রণালয়ে গত সপ্তাহ থেকেই কার্যক্রম বন্ধ আছে।

Facebook Comments

" ভিডিও খবর " ক্যাটাগরীতে আরো সংবাদ