Foto

কানের লালগালিচা মাতোনোর অপেক্ষায় হুমা কুরেশি


বৃহস্পিতবার কানের লালগালিচায় প্রথমবারের মতো পা রাখেন সাবেক মিস ওয়ার্ল্ড ও বলিউড অভিনেত্রী প্রিয়াঙ্কা চোপড়া। প্রিয়াঙ্কা ছাড়াও ওইদিন লালগালিচায় হেঁটেছেন বলিউডের আরেক অভিনেত্রী দীপিকা পাড়ুকোন ও কঙ্গনা রনৌতও।


এবার দ্বিতীয়বারের মতো কানের লালগালিচা মাতাতে প্রস্তুত হুমা কুরেশি। এর আগে গত বছর কানের লালগালিচায় প্রথমবারের মতো হাঁটার সৌভাগ্য হয় হুমা কুরেশির। শুধু যে কানের লালগালিচায় হাঁটার জন্য তিনি আলোচনায়; তা কিন্তু নয়।

শুক্রবার হুমার ওয়েব সিরিজ ’লিলার’ ট্রেলার প্রকাশিত হয়েছে। ট্রেলারে হুমার অভিনয় দেখে হইহই পড়ে গেছে।

এদিকে শুক্রবার নিস বিমানবন্দরে নেমে লাগেজের জন্যে অপেক্ষার একটি ছবি পোস্ট ট্যুইটারে পোস্ট করে তার ভক্ত এবং শুভাকাঙ্ক্ষীদের ধন্যবাদ জানান এ নায়িকা।

হুমা কুরেশি ছাড়াও লালগালিচায় হাঁটার অপেক্ষায় রয়েছেন ঐশ্বরিয়া রাই, সোনাম কাপুর, ও ডিয়ানা পেন্টি।

Facebook Comments

" বিনোদন " ক্যাটাগরীতে আরো সংবাদ