Foto

এভাবে খেলে অভ্যস্ত সাব্বির


প্রচন্ড চাপ সামলে নিউজিল্যান্ডে ফর্মে ফিরেছেন সাব্বির। তবে সাব্বির রহমানের কাছে চাপের মধ্যে খেলতে নামা নতুন কিছু নয়


নিউজিল্যান্ডের বিপক্ষে ক্যারিয়ারের প্রথম ওয়ানডে সেঞ্চুরি পেয়েছেন সাব্বির রহমান। স্বাভাবিকভাবে প্রথম সেঞ্চুরির উদ্‌যাপনটাও হয়েছে বাঁধভাঙা। কিন্তু উদ্‌যাপনের সময় এক হাতে ব্যাট আরেক হাতে বকবক করার ভঙ্গিতে কি যেন বলেছিলেন। কেন অমন উদ্‌যাপন। কাউকে কি জবাব দিতে চেয়েছিলেন সাব্বির?

ওয়ানডে সিরিজ শেষে দেশে ফেরার পর গতকাল অনুশীলনের মিরপুর শেরে বাংলা স্টেডিয়ামে এসেছিলেন সাব্বির। অনুশীলনের ফাঁকে উদ্‌যাপনের ওই কারণ সম্পর্কে জানতে চাইলে নিজের সহজাত ঢঙেই বললেন, ’আসলে প্রতিক্রিয়া কিছু না। এটা আমার প্রথম সেঞ্চুরি ছিল তাই আবেগপ্রবণ হয় পড়েছিলাম। কাউকে ইঙ্গিত করে নয়। সেঞ্চুরিটা আমার জন্য খুব দরকার ছিল। প্রথম সেঞ্চুরি তাই এমন হয়েছে। সবার উদ্‌যাপন একইরকম হবে, তা তো না। এটা যেন কেউ ব্যক্তিগতভাবে না নেয়।’

শৃঙ্খলা ভঙ্গের কারণে নিষেধাজ্ঞায় ছিলেন সাব্বির। কিন্তু বিপিএলে তাঁর পারফরমেন্স ও দলের প্রয়োজনে নিষেধাজ্ঞা কমিয়ে নিউজিল্যান্ড সফরে দলে রাখা হয় তাঁকে। তাঁর দলভুক্তির ব্যাপারে স্বয়ং ক্রিকেট বোর্ড সভাপতি নাজমুল হাসান বলেছিলেন, সাব্বিরের শেষ সুযোগ। ফলে বিশাল চাপ নিয়েই নিউজিল্যান্ডগামী বিমানে বসেছিলেন। শেষ ওয়ানডেতে ১১০ বলে ১০২ রানের ইনিংস। এমন চাপে কীভাবে ভালো খেলা সম্ভব? চাপ জয় করেই এত দূর এসেছেন বলে জানালেন সাব্বির, ’হয়তো আমার রাশিতেই আছে সব সময় চাপ নিয়ে খেলার। সব সময় চাপ নিয়েই খেলতে হবে। সব সময় চেষ্টা করি প্রতিটি ম্যাচকে নিজের শেষ ম্যাচ হিসেবে দেখার।’

নিউজিল্যান্ডে তিন ওয়ানডেতে সাব্বিরের স্কোরের গ্রাফটা ঊর্ধ্বমুখী—১৩,৪৩ ও ১০২। ওয়ানডে সিরিজের পর সৌম্য সরকারকে রেখে দেওয়া হলেও সাব্বিরের জায়গা হয়নি টেস্ট দলে। তবে হতাশ না হয়ে আসন্ন প্রিমিয়ার লিগে নজর তাঁর, ’টেস্ট দলে সুযোগ পাওয়া ম্যানেজমেন্টের ব্যাপার। এখানে আমি কিছু বলতে পারব না। এখানে আমার কিছু বলার নেই। আবাহনীর হয়ে প্রিমিয়ার লিগ খেলছি। এখানেই সব মনোযোগ দিতে চাই।’

Facebook Comments

" ক্রিকেট নিউজ " ক্যাটাগরীতে আরো সংবাদ