Foto

এখনও বিএনপির সংসদে আসার সময় আছে: আইনমন্ত্রী


আইনমন্ত্রী অ্যাডভোকেট আনিসুল হক বলেছেন, এখনো যে সময় আছে শপথ নিয়ে বিএনপি সংসদে আসতে পারে। ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় বৃহস্পতিবার দুপুরে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি একথা বলেন।


নিজ নির্বাচনী এলাকায় কসবায় গণসংবর্ধনায় যোগ দিতে ট্রেনে ঢাকা থেকে আখাউড়ায় পৌঁছান আনিসুল হক। সেখান থেকে সড়ক পথে কসবায় যান তিনি।

মন্ত্রী বলেন, আমার বিশ্বাস বিএনপির শুভ বুদ্ধির উদয় হবে। অন্যথায় জনগণই তাদের পরিণতি দেখবে।

আনিসুল হক বলেন, যুদ্ধাপরাধীদের পরিবারের সম্পদ বাজেয়াপ্ত করার কাজ গত বছরই শুরু হয়েছে। এখন এটা চূড়ান্ত করার পর্যায়ে রয়েছে।

সংসদ নির্বাচন নিয়ে টিআইবির রিপোর্ট প্রসঙ্গে মন্ত্রী বলেন, ওই প্রতিবেদন হাতে না পাওয়া পর্যন্ত এ বিষয়ে কোন মন্তব্য করব না।

এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন- আখাউড়া পৌরসভার মেয়র তাকজিল খলিফা কাজল, উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ শামছুজ্জামান ও পৌরসভা যুবলীগের সভাপতি মনির খান।

Facebook Comments

" রাজনীতি " ক্যাটাগরীতে আরো সংবাদ