Foto

একটু একটু করে বেঁচে থাকার ভরসা পাচ্ছি


বিদেশ থেকে দেশে ফিরেছেন ইরফান খান। ২০১৮ সালে ক্যানসার ধরা পড়ার পর লন্ডনে চিকিৎসার জন্য গিয়েছিলেন ইরফান। এখন সুস্থ ইরফান। মাস দুয়েক আগে দেশে ফিরে যোগ দিয়েছেন নতুন সিনেমা ‘আংরেজি মিডিয়াম’-এর শ্যুটিংয়েও।


এরই মাঝে নিজের ভক্তদের ও সংবাদমাধ্যমকে ধন্যবাদ জানিয়ে, ইরফান লিখলেন এক খোলা চিঠি। চিঠিতে উঠে এলো চিকিৎসার সময় ইরফানের কঠিন লড়াইয়ের কথা!

ইরফান লিখলেন, ক্যানসার ধরা পড়ার পর একেবারেই ভেঙে পড়েছিলাম। চোখের সামনে অন্ধকার নেমে এসেছিল। আজ আমি কিছুটা সুস্থ। চোখের সামনে বেঁচে থাকার ভরসা পাচ্ছি। ধীরে ধীরে মনে হচ্ছে, লড়াইটা জিততে পেরেছি। ছোট ছোট পদক্ষেপ নিয়েছিলাম বড় সাফল্যের জন্য। চিকিৎসার জন্য নানা পরীক্ষা-নীরিক্ষার মধ্যে দিয়ে যেতে হয়েছে আমাকে। এই কঠিন সময়টা আমাকে বাস্তবের কাছাকাছি এনে দিয়েছে।
ইরফান আরও লিখলেন, আমি নিজের জীবনকে ভালোবাসি। এই জীবনের জন্যই গোটা পৃথিবীকে চোখ মেলে দেখতে পাচ্ছি। আমার ভক্তদের, সংবাদমাধ্যম এই সময় পাশে থাকার জন্য ধন্যবাদ!

Facebook Comments

" বিনোদন " ক্যাটাগরীতে আরো সংবাদ