Foto

ইয়েমেনে বিমানঘাঁটিতে ড্রোন হামলায় নিহত ৬


ইয়েমেনের সবচেয়ে বড় বিমানঘাঁটি আল-আনাদে হুতি বিদ্রোহীদের ড্রোন হামলায় ছয় সৈন্য নিহত হয়েছে। আজ বৃহস্পতিবার লাহাজ প্রদেশের এ ঘটনা ঘটে। খবর এএফপি ও রয়টার্সের। হাসপাতাল সূত্র এএফপিকে জানিয়েছে, এ হামলায় ১২ জন আহত হয়েছে।


গত নভেম্বরে হুতিরা জানিয়েছিল, সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত ও তাদের ইয়েমেনি জোটের পরিচালিত ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা তারা ঠেকিয়েছে। কিন্তু সম্প্রতি জাতিসংঘ–ঘোষিত শান্তিচুক্তি বাস্তবায়ন নিয়ে উত্তেজনা বেড়েই চলেছে।
ইয়েমেনে প্রায় চার বছর ধরে চলা গৃহযুদ্ধ অবসানের লক্ষ্যে গত ডিসেম্বরে সুইডেনে জাতিসংঘ প্রস্তাবিত শান্তি আলোচনায় বন্দী বিনিময় চুক্তি সই হয়েছে। ইয়েমেন সরকার ও হুতি বিদ্রোহীদের পক্ষ থেকে আসা প্রতিনিধিরা এতে অংশ নেয়।

Facebook Comments

" বিশ্ব সংবাদ " ক্যাটাগরীতে আরো সংবাদ