Foto

ইরাকে বন্দি ৪৫ বাংলাদেশি শ্রমিক উদ্ধার


ইরাকের রাজধানী বাগদাদে একটি শিবিরে বন্দি থাকা ৪৫ বাংলাদেশি শ্রমিককে উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার ফেসবুকে দেশটির পুলিশ কমান্ড এক পোস্টে জানিয়েছে, বাগদাদের মধ্যাঞ্চলে একটি শ্রমিকবিষয়ক কোম্পানি এসব বাংলাদেশি শ্রমিককে আটকে রেখেছিল।


তবে ঠিক কবে এসব শ্রমিককে উদ্ধার করা হয়েছে, সে সম্পর্কে কিছু জানানো হয়নি। এমনকি প্রকাশ করা হয়নি তাদের নাম ও পরিচয়। পোস্টে পুলিশ কমান্ড জানায়, ওই কোম্পানিটির পরিকল্পনা ছিল এসব শ্রমিককে ভবিষ্যতে নিজেদের ইচ্ছেমতো ব্যবহার করার।

বন্দি অবস্থা থেকে উদ্ধারের পর শ্রমিকদের মুক্তি দিতে পুলিশ সিদ্ধান্ত নিয়েছে। এ ঘটনায় দুই ইরাকি ও চার বাংলাদেশিকে আটক করা হয়েছে। খবর মিডল ইস্ট মিনটরের।

 

Facebook Comments

" বিশ্ব সংবাদ " ক্যাটাগরীতে আরো সংবাদ