Foto

আবার সিএমএইচে এরশাদ


জাতীয় পার্টির চেয়ারম্যান সাবেক রাষ্ট্রপতি হুসেইন মুহম্মদ এরশাদ ফের সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) ভর্তি হয়েছেন। শনিবার বিকালে তাকে হাসপাতালে ভর্তি করা হয়েছে বলে জানা গেছে।


এ বিষয়ে জানতে চাইলে হুসেইন মুহম্মদ এরশাদের এপিএস মনজুরুল ইসলাম বলেন, ‘স্যার (এরশাদ) সিএমএইচে গিয়েছিলেন রক্তের পরীক্ষা করানোর জন্য। এ সময় ডাক্তার তাকে অবজারভেশনে থাকার অনুরোধ করেন। যে কারণে তিনি শনিবার রাতে হাসপাতালে থেকে রোববার (আজ) বাসায় ফেরার সিদ্ধান্ত নিয়েছেন।’

তিনি বলেন, ‘স্যারের (এরশাদ) রোববার শপথ নেয়ার কথা রয়েছে। স্পিকার দুপুর ১২টায় সময় দিয়েছেন। আমরা স্যারসহ আগামীকাল ১২টার আগেই সংসদে যাব আশা করছি।’

সাবেক এই রাষ্ট্রপতি অনেক দিন ধরেই শারীরিক নানা জটিলতায় ভুগছেন। গত নভেম্বর থেকে দিনে দিনে তার অবস্থার অবনতি হয়। সর্বশেষ ১০ ডিসেম্বর সিঙ্গাপুর যান চিকিৎসার জন্য। ফিরে আসেন ২৬ ডিসেম্বর। ফেরার পর প্রায়ই সিএমএইচে যেতে হচ্ছে নিয়মিত পরীক্ষার জন্য।

 

Facebook Comments

" জাতীয় খবর " ক্যাটাগরীতে আরো সংবাদ