Foto

অস্কারের খাবার টেবিলে নানা আয়োজন


আজ রাত পার হলেই আগামীকাল বাংলাদেশ সময় সকাল ৭টায় অস্কারের ফলাফল। তাই বর্তমানে শেষ মুহূর্তে চলছে নানা প্রস্তুতি। ডলবি থিয়েটারের সাজসজ্জাও প্রায় শেষের পথে। সেই সঙ্গে চলছে গভর্নস বল রুমে চলছে খাবারের আয়োজন। অস্কার পার্টির মেন্যুতে রয়েছে খাবারের নানা আয়োজন। চমক হিসেবে জেনে নিন এবার কি থাকছে খাবারের মেন্যুতে। প্রতিবারের মতো এবারও মাস্টার শেফ ওলফগ্যাং পাক পুরো খাবারের আয়োজনের দায়িত্ব পালন করছেন। তার সঙ্গে আছে তার বিশাল টিম।


গত ২৫ বছর ধরে অস্কারের খাবারের আয়োজনের দায়িত্ব নিষ্ঠা ও সুনামের সঙ্গে পালন করে আসছেন তারা। এবার থাকছে ৬০টিরও বেশি খাবার। প্রতি বছরের মতো পাক-এর সিগনেচার খাবার স্যামন ফিশ থাকছে এবারও। এছাড়াও তারকাদের পছন্দের খাবার পটেটো অ্যান্ড ক্যাভিয়ার এবং উইন্টার ট্যাফল বেকড কাভাটাপ্পি অ্যান্ড চিজও থাকছে খাবার টেবিলে। নতুন খাবারের মধ্যে থাকছে নাসভিলে হট ফ্রাইড কুয়াইল উইথ রেড ভেলভেট ওয়াফেল, হেইরলুম ক্যারট ’টারটার’ ভেগান টরচিও পাসতা উইথ আরুগুলা এবং আরও অনেক কিছু। স্টারটার হিসেবে কিছু বার আইটেম, সুশি এবং ডেসার্ট থাকছে। ডেসার্টের মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে ২৪ ক্যারেট গোল্ডের প্রলেপ দেয়া চকলেটের অস্কার মূর্তি এবং স্কয়ার পিলো কেক উইথ কোকোনাট ক্রিম। 

Facebook Comments

" বিনোদন " ক্যাটাগরীতে আরো সংবাদ